বগুড়ার পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের কলেজ রোড এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন এবং হাজিপুরে বাসের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন।
এ সময় আহত তিন জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা দুটি ঘটে। বগুড়া হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল কুমার নন্দী দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুজন হলেন-শেরপুরের উলিপুর গ্রামের মৃত আবদুল হামিদ বুলুর স্ত্রী আমেনা খাতুন (৫৫) ও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপাল রায় গ্রামের খয়ের উদ্দিনের ছেলে রড বোঝাই ট্রাকের চালক হাফিজুল ইসলাম (৩২)।
বগুড়ার শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে বগুড়া থেকে কলা বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে আসছিল। দুটি ট্রাক ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শেরপুরের কলেজ রোড এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে কেবিনে চালক ও হেলপারসহ ছয় জন আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করলে ঘটনাস্থলে কলা বোঝাই ট্রাকের চালক ও হেলপার মারা যান। আহত চার জনকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠালে রড বোঝাই ট্রাকের চালক মারা যান। অন্য তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল কুমার নন্দী জানান, দুর্ঘটনায় নিহত অপর চালক ও হেলপারের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
কর্মকর্তারা আরও জানান, গৃহবধূ আমেনা খাতুন বাচ্চাকে স্কুলের গাড়িতে তুলে দিতে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়কের হাজিপুর এলাকায় যান। তিনি বাচ্চাকে গাড়িতে তুলে দিয়ে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৫ ,২০১৯)