গান ছাড়লেন অশ্লীলতার রানী!
দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন গায়িকা নিকি মিনাজ। পুরো বিশ্বজুড়ে তার রয়েছে হাজার হাজার ভক্ত সমর্থক। তবে সবাইকে বেশ বড় ধরেনর দুঃসংবাদ দিলেন তিনি। পরিবারকে সময় দিতে গান ছাড়ার কথা ঘোষণা দিয়েছেন তিনি।
টুইটে নিকি লিখেছেন, 'অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ঠিক করেছি পরিবারের সঙ্গে থাকব। জানি আপনারা এ বার খুশি হবেন। ভক্তরা আমায় বার্তা পাঠিয়ে যেয়ো যতদিন আমি বাঁচব।'
নিকির এই ঘোষণায় হতবাক ভক্তরা। এর আগে কখনও অবসর নেওয়ার চিন্তাভাবনার বিষয়েও কিছু জানান এই জনপ্রিয় গায়িকা।
নিকি মিনাজের গান মানেই দর্শকদের কাছে আলাদা কিছু ছিল। এই গায়িকাকে নিয়ে যতটা না আলোচনা হতো তার চেয়ে বেশি হতো সমালোচনা। তার গানের কথা নিয়ে আপত্তি উঠেছে কয়েকবার। কারণ গানের ভাষা ছিল অশ্লীল।
আপত্তি আছে তার পোশাক নিয়েও। প্রায় সময়ই তাকে দেখা যেত উদ্ভট সব পোশাকে। কনসার্টের মাছে নগ্ন হওয়ার ঘটনাও ঘটিয়েছেন তিনি। যে কারণে তাকে অশ্লীলতার রানী বলা হতো।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৭,২০১৯)