হরতালে স্বাভাবিক মতিঝিল
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিন রবিবার মতিঝিল ও আশপাশের এলাকা স্বাভাবিক রয়েছে।
তবে পৌনে ১১টার দিকে কমলাপুর কালভার্ট রোডে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।
মতিঝিল থানার টহলরত ইন্সপেক্টর শেখ আবুল বাশার দিরিপোর্ট২৪কে বলেন, ‘সকাল থেকে মতিঝিল এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কিছুক্ষণ আগে কমলাপুর কালভার্ট রোডে দুইটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
মতিঝিল এলাকায় রবিবার সকাল থেকেই যাত্রিবাহী বাস, মিনি বাস, লেগুনা (হিউম্যান হলার), অটোরিকশা ও সিএনজি চলাচল করতে দেখা গেছে।
তবে হরতাল কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোর থেকেই পুলিশ ও র্যাবের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশপাশি টহল দিচ্ছেন সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
(দিরিপোর্ট২৪/এনটি/এমসি/জেএম/১০ নভেম্বর ২০১৩)