দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সাত মাসে  সারা দেশে বজ্রপাতে ২৪৬ জন মারা গেছে। ৯৭ জন আহত হয়েছেন।

রোববার সকালে রাজধানীর পুরানা পল্টনে রিসোর্সফুল পল্টন সিটিতে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

বলা হয়, নিহতদের মধ্যে ২০২ জনই পুরুষ। এ ছাড়া ৩০ জন নারী, ছয়জন শিশু ও আটজন কিশোর-কিশোরী রয়েছে।

সংস্থার সেক্রেটারি রাশিম মোল্লা বলেন, ‘ফেব্রুয়ারিতে ১১ জন, মার্চে ৮ জন, এপ্রিলে ২০ জন, মে মাসে ৬০ জন, জুন মাসে ৬৬ জন, জুলাই মাসে ৪৭ জন এবং আগস্ট মাসে ৩৭ জন বজ্রপাতে মারা গেছেন।’

ওই ফোরামের সেক্রেটারি গবেষণা সেলের নির্বাহী প্রধান আব্দুল আলীম বলেন, ‘ধান কাটার সময় বজ্রপাতে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া মাছ ধরতে, মাঠে গরু আনতে গিয়ে, টিন ও খড়ের ঘরে অবস্থান ও ঘুমানোর সময় বেশি লোক মারা গেছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৮,২০১৯)