হুমায়ূন আহমেদের ‘বোতল ভূত’ নিয়ে হাজির শাওন
দ্য রিপোর্ট প্রতিবেদক: হুমায়ূন আহমেদের লেখা ‘বোতল ভূত’ নামের একটি শিশুতোষ গল্পকে টেলিছবিতে রূপ দিয়েছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।
হুমায়ূন আহমেদের নাটক-সিনেমায় অভিনয়ের পাশাপাশি তার গল্প উপন্যাস নিয়ে নাটকসিনেমাও নির্মাণ করেছেন শাওন। সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন নাটক নিয়ে হাজির হলেন তিনি।
এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ওয়াসেক, শাহ্নাজ সুমি, আফরোজা বেগম, মতিউর রহমান মতি, মোঃ ইব্রাহিম, প্রিনন, ঋত, জয়েত, নীল, জারিফ, অনিন্দ্য, নির্জন, আনন, ধ্রুব, জিহাদ, সায়রী, জয়শ্রী ও তাহজীব।
টেলিছবিটি দুরন্ত টিভিতে বুধবার রাত ১০ টায় প্রচারিত হবে। বৃহস্পতিবার দুপুর ৩টায় পুনঃপ্রচারিত হবে এটি।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৯,২০১৯)