জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী জিগাবাড়ী বাজার সংলগ্ন হাঁটু পানির একটি ডোবা থেকে ধরা পড়েছে দুই মণেরও বেশি ওজনের একটি বাঘাআইড় মাছ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মাছটিকে ধরার পর দুইজন মানুষ কাঁধে তুলে বাড়িতে নিয়ে আসেন। এ খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। আশেপাশের এলাকা থেকেও লোলজন বিশালাকার মাছটিকে দেখতে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী বসরত আলী।

স্থানীয় সূত্র জানায়, যমুনা নদী থেকে মাছটি দিক হারিয়ে হাঁটু পানির একটি ডোবায় চলে আসে। বিষয়টি দেখতে পেয়ে বাহাদুর নামে এক স্থানীয় বয়া জাল দিয়ে ৮২ কেজি ওজনের মাছটিকে পাকড়াও করেন। পরে সেটিকে একটি স্থানীয় বাজারে নিয়ে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১০,২০১৯)