দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান ‘টি-সিরিজ’। এর প্রতিষ্ঠাতা গুলশান কুমারকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। মোগুল নামের সিনেমাটিতে গুলশান কুমারের চরিত্রে দেখা যাবে আমির খানকে।

গত বছর সিনেমাটির পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠলে এটি থেকে সরে দাঁড়ান ‘বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট’। তবে সম্প্রতি আবারো এতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ফেরার কারণ ব্যাখ্যা করে এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘বিষয়টি একটু ভিন্নভাবে চিন্তা করেছি। রাতে ঘুমাতে পারিনি। কারণ বারবার মনে হয়েছে, আমার এই সিদ্ধান্তের কারণে একজন ব্যক্তির ক্ষতি হচ্ছে। কার দোষ সেটি আমার জানা নেই। কিন্তু সে তার কাজ হারিয়েছে এবং জীবিকা অর্জন করতে পারছে না।’

তিনি জানান, সুভাষ কাপুরের সঙ্গে কাজ করেছেন এমন কয়েকজন নারীর সঙ্গে তার স্ত্রী কিরণ রাও দেখা করেছেন। দঙ্গল সিনেমাখ্যাত এ অভিনেতা বলেন, ‘কিছু ব্যতিক্রম বাদে বেশিরভাগ নারীই তার সম্পর্কে ভালো কথা বলেছেন। তাকে নিয়ে অস্বস্তি তো দূরে থাক উল্টো প্রশংসা করেছেন। তারা বলেছেন, শুটিং সেটে তিনি সবার অনেক খেয়াল রাখেন।’

গত বছর অক্টোবরে বলিউডে ‘মি টু’ আন্দোলন জোরাল হলে সুভাস কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন এক অভিনেত্রী। এর প্রতিবাদে মাইক্রোব্লগিং সাইট টুইটারে আমির খান ও কিরণ রাও এক যৌথ বিবৃতিতে লেখেন, ‘দুই সপ্তাহ আগে যখন মি টু আন্দোলন শুরু হয়, আমরা লক্ষ্য করি, এমন একজনের সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছি যার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে জেনেছি, বিষয়টি বিচারাধীন আছে। আমরা তদন্তকারী এজেন্সি নই। আমরা কারো বিষয়ে কথাও বলব না, এটি পুলিশ ও বিচার বিভাগের কাজ। কারো বিষয়ে কোনো মন্তব্য না করে এবং এই অভিযোগ নিয়ে কোনো সমাধানে না এসে আমরা সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১১,২০১৯)