গাজীপুরে র্যাবের অভিযানে মলম পার্টির ৪ সদস্য গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের কোনবাড়ী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে মলম পার্টির শীর্ষ পর্যায়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব -১।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে কোনাবাড়ী থানাধীন নছের মার্কেট জামে মসজিদের সামনে থেকে তারা গ্রেপ্তার হয়।
গ্রেপ্তাররা হলো- মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ী থানার হাসাইল গ্রামের তাজেল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩), শেরপুর সদরের হেলুয়া নয়াপাড়া গ্রামের মৃত জিয়াউল হকের ছেলে রনি মিয়া (৩৭), কুড়িগ্রামের রৌমারী থানার মির্জাপাড়া গ্রামের জাবেদ মিয়ার ছেলে ফজিবর মিয়া (১৯) ও ময়মনসিংহের ফুলপুর এলাকার আক্কাস আলীর ছেলে মানিক মিয়া (২০)।
তারা গাজীপুর নগরীর বিভিন্ন স্থানে বাসা ভাড়া থেকে দীর্ঘদিন ধরে সাধারণ লোকজনকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব -১এর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানিয়েছেন, ‘মলম বা অচেতন পার্টির ওই সদস্যদের কাছ থেকে একটি চাপাতি, দুটি চাকু, অচেতন করার ১০টি মলম, চারটি মোবাইল ও ৬৭০ টাকা উদ্ধার করা হয়েছে। জেলার সকল ছিনতাইকারী বা এমন কাজে জড়িতদের এই সদস্যরা অচেতন করার মলম সরবরাহ করতো বলে জানিয়ে আটকৃতরা।
উদ্বার হওয়া আলামত ও গ্রেপ্তার আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় র্যাব।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১২,২০১৯)