ডেঙ্গুতে উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু
বান্দরবান প্রতিনিধি: এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মার্মার স্ত্রী ডমেচিং মার্মা (বেবি)।
বৃহস্পতিবার ভোর পৌণে ৫টায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্বামী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ডমেচিং ডেঙ্গু রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএসসিআর ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
এ বিষয়ে রুমা ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মিটু দাশ বলেন, তিনি বৃহস্পতিবার সকালে মারা যাওয়ার পর লাশ চট্টগ্রাম থেকে বান্দরবানে নিয়ে আসা হচ্ছে।
এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলায় এই প্রথম কোন ডেঙ্গু রোগী মারা গেলেন।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১২,২০১৯)