বিমান ছিনতাইয়ের ঘটনায় শিমলাকে জিজ্ঞাসাবাদ
চট্টগ্রামে প্রতিনিধি: চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের ঘটনায় নায়িকা শিমলাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিমলাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
সকাল ১১টায় তিনি চট্টগ্রামে কাউন্টার টেররিজম ইউনিটে শিমলা হাজির হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া।
শিমলা ভারত থেকে ফিরে বৃহস্পতিবার চট্টগ্রামে কাউন্টার টেররিজম ইউনিটে হাজির হন।
তাকে টানা বেলা ২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১২,২০১৯)