১ কিলোমিটার দৌড়ে ছিনতাইকারী ধরলেন সহকারী কমিশনার
দ্য রিপোর্ট প্রতিবেদক: অজ্ঞাত বাসযাত্রীর মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়া ছিনতাইকারীকে প্রায় ১ কিলোমিটার দৌড়ে ধাওয়া করে ধরে ফেললেন এক সহকারী কমিশনার।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সাইন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।
প্রায় ১ কিলোমিটার দৌঁড়ে ছিনতাইকারীকে ধরে বাসযাত্রীকে তা ফিরিয়ে দেন কামরুল হাসান সোহেল নামের ওই ব্যক্তি।
তিনি কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় নিউমার্কেট এলাকায় একটি বাসে জানালার পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন এক যাত্রী। যাত্রী তুলতে বাসটি দাঁড়িয়ে ছিল।
এ সুযোগে এক ছিনতাইকারী জানালা দিয়ে যাত্রীর মোবাইল ছোঁ দিয়ে নিয়ে দৌড় দেয়।
সেটি দেখে পেছনে থাকা একটি গাড়ি থেকে এসিল্যান্ড কামরুল হাসান সোহেল নেমে ওই ছিনতাইকারীর পিছু নেন। সাইন্স ল্যাবরেটরি মোড়ে গিয়ে ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন তিনি। পরে এই ছিনতাইকারীকে গণপিটুনি থেকে বাঁচানোর জন্য নিউমার্কেট থানার এসআই মাসুদের জিম্মায় হস্তান্তর করেন।
এ বিষয়ে কামরুল হাসান সোহেল বলেন, বাসটির পেছনের গাড়িতেই বসে ছিলাম আমি। ছিনতাইয়ের দৃশ্যটি চোখে পড়া মাত্রই আমি গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধরতে দৌড় দেই। ও ভেবেছিল আমি বিষয়টি ছেড়ে দেব। কিন্তু শেষ পর্যন্ত প্রাণপণ দৌড়ে সাইন্সল্যাব মোড়ে গিয়ে তাকে ধরতে সক্ষম হই।
তিনি আরও বলেন, এভাবে সবাই সবার স্থান থেকে দায়িত্ব পালন করলে অপরাধীরা অপরাধ করার সাহস পাবে না।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৪,২০১৯)