প্রথম বলেই রহমতউল্লাহকে ফেরালেন সাইফউদ্দিন
দ্য রিপোর্ট প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই রহমতউল্লাহ গুরবাজকে বোল্ড করলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এ পেসারের বলে অফ স্টাম্প ভেঙে যায় রহমতউল্লাহর।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান।
সাকিবদের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে আফগানরা।
এর আগে ২০১৬-১৭ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ, ওমান, আরব আমিরাত ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিল আফগানিস্তান। সে বছর টানা ১১ ম্যাচ জিতেছিল তারা।
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এখনও পর্যন্ত ৭২ ম্যাচ খেলে ৫০টিতে জয় পায় আফগানিস্তান। পরাজয় মাত্র ২২ ম্যাচে।
আফগানিস্তান: হযরতউল্লাহ জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, নাজিব তারাকি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।
বাংলাদেশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৫,২০১৯)