টি-টোয়েন্টিতে সর্বোচ্চ হারের রেকর্ড বাংলাদেশের
দ্য রিপোর্ট প্রতিবেদক: রোববার রাতে বাংলাদেশকে হারিয়েই বিশ্ব রেকর্ড গড়েছিল আফগানিস্তান। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে তারা। এর আগে সর্বোচ্চ টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড ছিল তাদেরই। নিজেদের রেকর্ডই রশিদ খানরা ভেঙ্গেছে বাংলাদেশকে হারিয়ে।
আফগানদের বিশ্ব রেকর্ড গড়ার দিনে লজ্জার রেকর্ডের জন্ম দিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারের লজ্জায় শ্রীলঙ্কার সঙ্গী হলো টাইগাররা।
আফগানিস্তানের কাছে হার দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের মোট পরাজয়ের সংখ্যা দাঁড়ালো ৫৮টি। মোট ৮৭ ম্যাচ খেলে বাংলাদেশে জিতেছে কেবল ২৭টিতে। ২টি ম্যাচে কোনো ফল হয়নি।
বাংলাদেশের সঙ্গে সমান ৫৮ ম্যাচ হেরে লজ্জার রেকর্ডে সঙ্গী শ্রীলঙ্কা। তারাও হেরেছে সমান সংখ্যক ম্যাচে। তবে, তারা ম্যাচ খেলেছে ১১৬টি। জিতেছে ৫৫টিতে।
আফগানিস্তানের মত দল টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশের চেয়ে ১৪টি কম। অর্থ্যাৎ মোট ৭৩টি। এর মধ্যে তারা জিতেছে ৫১টিতে। হেরেছে কেবল ২২টিতে। আইসিসি র্যাংকিংভুক্ত কিংবা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের হার আফগানিস্তানেরই। ৬৯.৮৬ ভাগ।
তবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। তারা ম্যাচ খেলেছে ১১৬টি। জিতেছে মোট ৬০টি। অসিরা হেরেছে ৫২ ম্যাচ। জয়ের হার ৫৩.৫০ ভাগ। ৫৭টি ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা খেলেছে ১১৩ ম্যাচ। জিতেছে ৪৯টি।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৬,২০১৯)