দ্য রিপোর্ট ডেস্ক: জি-বাংলার সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে কণ্ঠের দ্যুতি ছড়িয়ে বেশ জনপ্রিয়তা পান বাংলাদেশের ছেলে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। কিছু দিন ধরে যেন সমালোচনা তার পিছু ছাড়াছেই না। এবার এই সংগীতশিল্পীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী।

সোমবার বিকেলে ওই তরুণী চট্রগ্রামের পাঁচলাইশ থানায় এই বিষয়ে মামলা করতে পারেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ।ওসি বলেন, এখন পর্যন্ত ধর্ষণের কোনো মামলা হয়নি। তবে একজন তরুণীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। সে সংগীতশিল্পী নোবলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে চায়। এজাহার নামা লিখে তার বিকেলে আসার কথা রয়েছে।

ওই তরুণী জানান, গত ২১ জুলাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চট্টগ্রামে আসেন নোবেল। এরপর চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে ওই তরুণীকে ধর্ষণ করেন। জানা গেছে ওই তরুণী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থী।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৭,২০১৯)