দ্য রিপোর্ট প্রতিবেদক: পরনে সাদা শার্ট। উপর থেকে শার্টের তিনটি বোতাম খোলা। এক হাতে জানালার গ্রিল ধরা, অন্য হাতে কোমর ধরে দাঁড়িয়ে আছেন সালাউদ্দিন লাভলু। মুখে তার জ্বলন্ত সিগারেট। জানালা দিয়ে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছেন। চোখে মুখে ক্ষোভের ছায়া। আর নেপথ্য কণ্ঠে শোনা যায়— ‘অন্যের চালে নিজের সব যখন হারায়, তখন ঘুরে দাঁড়ায় কেউ কেউ’।

দৃশ্যটি ‘সাপলুডু’ সিনেমার ট্রেইলারের। গতকাল বৃহস্পতিবার রাতে ইউটিউবে মুক্তি পেয়েছে ৩ মিনিট ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের এই ট্রেইলার। পুরো ট্রেইলারজুড়ে রয়েছে রহস্য, অ্যাকশন, বিচ্ছেদ। এতে শুভ, মিম, সালাউদ্দিন লাভলু, জাহিদ হাসান, রুনা খানসহ অনেকের উপস্থিতি দেখা গেছে। তবে কয়েক সেকেন্ডের জন্য রুনা খানকে একদম ভিন্ন লুকে দেখা যায়, যা দর্শক আগে দেখেননি।

গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। আগামী ২৭ সেপ্টেম্বর ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে প্রচারে নেমেছে সিনেমার টিম। অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন স্থানে হয়েছে। এতে আরো অভিনয় করেছেন— তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে আরিফিন শুভ বলেন, ‘‘সিনেমাটি এতদিন আমাদের ছিল, ২৭ সেপ্টেম্বর থেকে দর্শকের হয়ে যাবে। বাকিটা দর্শক ঠিক করবেন। অনেক সময় বলা হয়— ভালো সিনেমা তৈরি হয় না। আমি জানি ভালো সিনেমা সংখ্যায় কম হয়। ‘সাপলুডু’ ভালো সিনেমার তালিকায় পড়বে। ‘ঢাকা অ্যাটাক’, ‘ছোঁয়ে দিলে মন’ সিনেমার আগেও এই কথাটা বলেছিলাম। দর্শকদের আনুরোধ করছি, সিনেমাটি হলে গিয়ে দেখুন। কারণ সিনেমার গল্পটি চমৎকার।’’

দেখুন: ‘সাপলুডু’ সিনেমার ট্রেইলার

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২০,২০১৯)