সাইফে বিরক্ত কারিনা
দ্য রিপোর্ট ডেস্ক: সাইফ আলী খান ও কারিনা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। ব্যক্তি সাইফের অনেক গুণই কারিনার পছন্দ। বিভিন্ন টিভি অনুষ্ঠানে সে কথা বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাইফের যে স্বভাবে তিনি খুব বিরক্ত হন সেই কথা খোলাখুলি জানিয়েছেন।
কারিনা বলেন, সবকিছুতেই সাইফের প্রথম প্রতিক্রিয়া থাকে ‘না’। আমি যদি বলি, সাইফ কী করতে চাও? আমরা কি ঘুরতে যাব? তার প্রথম প্রতিক্রিয়া হয় ‘না’। আমরা কী ঘরের সোফা পরিবর্তন করব? এতে তার প্রতিক্রিয়া ‘না’। কিন্তু এর তিন ঘণ্টা পর সে নিজেই মেসেজ করে জানাবে, ‘আমার মনে হচ্ছে সোফা পরিবর্তন করা দরকার।’ আমি তখন বলি, তাহলে যখন আমি বললাম না করলে কেন? আমার মনে হয় এই স্বভাবটা খুবই বিরক্তিকর। সে প্রথমে না বলে কিন্তু পরবর্তীতে ঠিকই রাজি হয়।
সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।
কারিনার পরবর্তী সিনেমা গুড নিউজ। এই সিনেমায় আরো অভিনয় করছেন অক্ষয় কুমার, দিলজিৎ দুসাঞ্জ, কিয়ারা আদভানি প্রমুখ। ডিসেম্বর সিনেমাটির মুক্তি কথা রয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৩,২০১৯)