দ্য রিপোর্ট ডেস্ক: দুজনের সম্পর্কটা দারুণ। ইন্ডাস্ট্রিতে তাদের বন্ধুত্ব নিয়ে অনেক গল্প ছড়ানো। দুজনে ম্যাচ করে কাপড় পরেন। একসঙ্গে সিনেমার সুযোগ পেলে একবাক্যে রাজি হন। এমনকি দুজনে একসঙ্গে এমপিও নির্বাচিত হয়েছেন। একসঙ্গে সংসদেও গেছেন।

তারা হলেন কলকাতার জনপ্রিয় দুই অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। দুজনে এবার হাজির হলেন একেবারে অন্যরূপে।

দুর্গাপূজ উপলক্ষে একটি মিউজিক ভিডিওতে নাচতে দেখা গেল দুজনকে। এ ভিডিওতে অভিনেত্রী শুভশ্রীকেও দেখা গেছে।

ক্যাপ্টেন টিএমটি দ্বারা প্রকাশিত ভিডিওটি ‘মা দুর্গার এবং তার অভ্যন্তরীণ শক্তির প্রতি শ্রদ্ধা’ হিসেবে হাজির। ‘আসে মা দুর্গা সে’ গানটিতে নাচতে দেখা যায় দুই অভিনেত্রীকে। সাথে শুভশ্রীও।

ভিডিওটি সোমবারের মধ্যেই ফেসবুকে ১.৬ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে ফেলেছে। ইন্দ্রদীপ দাশগুপ্ত রচিত ও বাবা যাদব পরিচালিত ‘আসে মা দুর্গা সে’ গানের ভিডিওতে গায়কদেরও উপস্থিতি রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৩,২০১৯)