ক্যাসিনো চক্রের দুই ভাইকে ধরতে গেন্ডারিয়ায় অভিযান
দ্য রিপোর্ট প্রতিবেদক: গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম-সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়াকে ধরতে তাদের বাসায় অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে র্যাব। এনু ও রুপন আপন সহোদর। র্যাব সূত্র জানায়, ওয়ান্ডারার্স ক্লাব ও আরামবাগ ক্লাবে ক্যাসিনো ও জুয়া খেলার সঙ্গে এই দুই ভাইয়ের সম্পৃক্ততা রয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে পুরান ঢাকার মুরগিটোলার পাশের এলাকা বানিয়ানগরের ৬১ নম্বর বাড়িতে অভিযান শুরু হয়। এসময় ওই বাসা থেকে এক কোটি পাঁচ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করে র্যাব।
র্যাব-৩ এর স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম জানান, অভিযানের সময় নগদ এক কোটি পাঁচ লাখ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার সঙ্গে এই দুই নেতা জড়িত আছেন। তাদের আটক করতেই অভিযান চালানো হচ্ছে।
র্যাব জানায়, এনামুল হক এনু ও রুপন আপন ভাই। ওয়ান্ডারার্স ক্লাব ও আরামবাগ ক্লাবে ক্যাসিনো ও জুয়া খেলার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৪,২০১৯)