মাদকসহ আটক বিসিবি পরিচালক
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক এবং মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র্যাব। অনুমোদনহীন মাদক রাখায় তাকে আটক করা হয়েছে। লোকমান হোসেনকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার রাতে তার মনিপুরী পাড়ার বাসায় থেকে তাকে আটক করা হয়। র্যাব-২ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
লোকমান হোসেন ভূঁইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য।
র্যাব সূত্রে জানা গেছে, লোকমানের বাসা থেকে অবৈধ ও অনুনোমদিত বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। সার্বিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, গত রোববার রাজধানীর মতিঝিলের মোহামেডান স্পোর্টিং ক্লাবে অভিযান চালায় আইনপ্রয়োগকারী সংস্থা। সেখান থেকে জুয়া ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৬,২০১৯)