দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্যাসিনো ব্যবসার ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ার ২ টি ব্যাংকে গচ্ছিত রেখেছে লোকমান।  তার বাসা থেকে মাদক দ্রব্য পেলেও ক্যাসিনোর সঙ্গে সংশ্লিষ্টতার জন্য র‌্যাব-২ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।  জিজ্ঞাসাবোদে প্রতি মাসে তিনি ২১ লাখ টাকা ক্যাসিনো থেকে চাঁদা আদায় করতেন বলে জানান।

মোহামেডানে ক্যাসিনোর সন্ধান পাওয়ার পর এই ক্রীড়া ক্লাবের অন্যতম পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার গভীর রাতে র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে।

ঢাকার তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বুধবার মধ্যরাতে লোকমানকে তুলে নেওয়া হয় র‌্যাব-২ এর কার্যালয়ে।

লোকমানকে তেঁজগাও থানায় হস্তান্তর করা হবে দুপুরে। তারপরই তাকে কোর্টে তোলা হবে। সেখান থেকেই তাকে জেল হাজতে নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৬,২০১৯)