আবারো আলোচনায় সৃজিত-মিথিলা
দ্য রিপোর্ট ডেস্ক: দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ভারতীয় বাংলা সিনেমার গুণী পরিচালক সৃজিতের সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন— এমন গুঞ্জন বহুদিন ধরেই উড়ছে। গত মাসেও ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, সৃজিত-মিথিলার প্রেমের সম্পর্কটা দারুণ চলছে।
এবার এই প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিয়েছে কয়েকটি স্থিরচিত্র। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরেবেড়াচ্ছে। একটি স্থিরচিত্রে দেখা যায়, টেবিলের উপর একটি কেক রাখা। তার সামনে বসে আছেন সৃজিত মুখার্জি। সৃজিতের পেছনে দাঁড়িয়ে মিথিলা। এতে অভিনেতা রুদ্রনীলসহ বেশ কজনকে দেখা যাচ্ছে।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিন ছিল। বিশেষ এ দিন উপলক্ষে কেক কাটছিলেন তারা। আর সৃজিতের ঘরোয়া এই আয়োজনেও হাজির হয়েছিলেন মিথিলা। ছবিটি প্রকাশের পরই তাদের প্রেমের গুঞ্জন নতুন করে চাউর হয়েছে।
এসব গুঞ্জন প্রসঙ্গে মিথিলা এর আগে বলেছিলেন, ‘অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে যোগাযোগটা বেশি হয়।’
কিছুদিন আগে সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন সৃজিত। সেখানে মিথিলাও ছিলেন। তখনই প্রথম ঘরোয়া কোনো আয়োজনে একসঙ্গে দেখা যায় তাদের। অল্প সময়ে তাদের মধ্যে তৈরি হয় সখ্যতা।
শুধু মিথিলা নয় এর আগে সৃজিতের সঙ্গে নাম জড়িয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। তবে তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে। এদিকে, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর ব্যক্তিগত জীবনে একা সৃজিত।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৬,২০১৯)