কুড়িগ্রামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌর এলাকার বানিয়াপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন- নজরুল ইসলাম ম্যানা (৫৫) ও তার স্ত্রী রুমি (৩৩)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকাল থেকে নিহত দম্পতির তিন বছরের ছেলে ঘরের মধ্যে কান্না করছিল। পরে প্রতিবেশীরা গিয়ে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে। এ সময় ঘরের মেঝেতে শিশুটির মায়ের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পাশের ঘর থেকে চেয়ারে বসা অবস্থায় তার বাবার লাশ পাওয়া যায়। পুলিশ আরও জানায়, নিহত দুজনের গলার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে নাগেশ্বরী থানার ওসি মো. রওশন কবির বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৭,২০১৯)