দ্য রিপোর্ট ডেস্ক: যুদ্ধের দামামা চলছে। আগামী সপ্তাহ, মানে ২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের এ সময়ের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার’। এবছর বলিউডের অন্যতম হাইপ এবং এক্সপেকটেশন তোলা ‘ওয়ার’ সিনেমা নিয়ে কিছু মজাদার তথ্য:

-‘ওয়ার’ সিনেমায় ৪জন অ্যাকশন ডিরেক্টর রয়েছেন। যার মধ্যে পল জেনিনিংস আছেন যিনি ডার্ক নাইট, স্যান অ্যানড্রেসের মত সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন। ও সি ইয়ং যিনি অ্যাভেঞ্জার্স সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন।

- ওয়ার মুভি দুনিয়ার ৯টি বিভিন্ন দেশে শুট হয়েছে যার মধ্যে ২টি জায়গায় আজ পর্যন্ত কোনো মুভির শুটিং হয়নি যেটা ‘নর্থ পোল’- এ স্নো এর ভিতর কার চেজিং অ্যাকশন দৃশ্য এবং বিশ্ব বিখ্যাত পর্তুগাল ব্রিজ ২দিন অফ ছিল শুটিং এর জন্য। যা পর্তুগালের ২টি সিটির মধ্যে সংযোগ রাখে। ভিএফএক্স এর বদলে রিয়েল লোকেশনে শুট হয় ‘ওয়ার’। যেটা ‘সাহো’ টাইপের ভিএফএক্স মুভি থেকে আলাদা হবে।

- হৃত্বিক রোশান এই মুভির অ্যাকশনের জন্য ৩০০ ফিট ব্রিজ থেকে লিমিটেড সেফটি নিয়ে জাম্প দেয় এবং অ্যাকশন ডিরেক্টর পল জেনিনিংস, হৃত্বিকের এফোরট এর প্রশংসা করেন।

- ওয়ার মুভির বাজেট ২০০ ক্রোর. হৃত্বিক ৪৮ ক্রোর রুপি নিয়েছেন ফি হিসেবে যদিও এটা হৃত্বিক এর কাছে খুব বেশী না, তিনি এরকম পারিশ্রমিক নিয়েই থাকেন। যদিও ‘সুপার থার্টি’-তে তিনি প্রডিউসার শেয়ার নিয়েছিলেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি টাইগারও ১৫-২০ ক্রোর হাকিয়েছেন এই সিনেমার জন্য।

- হৃত্বিক এর কাছে যখন মুভিটির স্ক্রিপ্ট নিয়ে যাওয়া হয় তখন তিনি সেকেন্ড লিডের জন্য টাইগার কে সাজেস্ট করেন। এবং বলেন একমাত্র টাইগার ই ওই রোলের জন্য পারফেক্ট হবে। টাইগার এক্টিং এর দিক থেকে বড় স্টার না হলেও একদিক থেকে কিন্তু সে সাক্সেসফুল সেটা অ্যাকশন এবং স্টান্ট, ২০১৪ সাল থেকে টাইগার সাফল্যও পাচ্ছে।

- ওয়ার মুভি নিয়ে আদিত্য চোপড়াএতই সন্তুষ্ট যে এটার সিকুয়েল বানানোর প্লান আছে, যশরাজ ফিল্মস থাগস অব হিন্দুস্থানের পর কোনো একটা বড় মুভি নিয়ে আসল, আশা করা যায় এটা একটা ব্লকবাস্টার মুভি হবে কারণ হৃত্বিক ৫ বছর পর কোনো একশন মুভিতে নিজের পুরোটা দিয়েছেন, এবং টাইগার শ্রফ ও রাইজিং স্টার, যেখানে গুরু এবং স্টুডেন্টের মধ্যে ‘ওয়ার’ দেখা যাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৮,২০১৯)