বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরো দুই দিন
![](https://bangla.thereport24.com/article_images/2019/09/30/rin.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গতকাল রবিবার ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হয়। দুপুরের পর থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিলেও বিকালে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। বাদ যায়নি ছুটি শেষে স্কুল থেকে বাসায় ফেরা শিক্ষার্থীরাও। রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতার পাশাপাশি ছিল যানজটও।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ দুই দিন বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
গতকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ভোলায়। এছাড়া ঢাকায় ১৭ মিলিমিটার; নিকলিতে ৫৪ মিলিমিটার; রাঙ্গামাটিতে ৫১ মিলিমিটার; তেঁতুলিয়ায় ৩৩ মিলিমিটার; মোংলায় ২৫ মিলিমিটার; বরিশালে ৫৭ মিলিমিটার; মাদারীপুরে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে অধিদপ্তর।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৯,২০১৯)