রাতের আঁধারে ক্যাম্পাস ছাড়লেন গোপালগঞ্জের সেই ভিসি
গোপালগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে দীর্ঘদিন অবরুদ্ধ থাকা গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিন ক্যাম্পাস ত্যাগ করেছেন।
রোববার রাত সোয়া ৭টার দিকে পুলিশের কড়া পাহারায় তিনি ক্যাম্পাসে সরকারি বাসভবন থেকে বের হয়ে যান। তবে তিনি কোথায় গেছেন- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, ভিসি আমাকে ফোন করে জানান- তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছেন। তাকে পুলিশ প্রটেকশন দিয়ে ক্যাম্পাস থেকে বের হওয়ার অনুরোধ করেন। মানবিক বিবেচনায় পুলিশ প্রটেকশনে তাকে ক্যাম্পাস থেকে বের হতে সহযোগিতা করা হয়েছে।
ভিসি কোথায় যাচ্ছেন? এমন প্রশ্নে এসপি বলেন, ভিসি কোথায় যাবেন সে বিষয়ে আমাকে কিছু বলেননি।
এদিকে পুলিশের কড়া পাহারায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ভিসির গাড়ির সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দেন এবং জুতা প্রদর্শন করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ৩০,২০১৯)