টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত
দ্য রিপোর্ট ডেস্ক: বিশাখাপট্টনম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৩ রানে জিতেছে ভারত। কাল চতুর্থ দিন শেষে পরিষ্কারভাবেই এগিয়ে ছিল ভারত। আজ পঞ্চম ও শেষ দিনে সকালের সেশনেই জয়ের দেখা পেয়ে যাচ্ছিল স্বাগতিকেরা। তবে প্রোটিয়াদের নবম উইকেট জুটিতে তোলা ৯১ রানে জয়টা আসে কিছুটা পরে। তিন ম্যাচের এ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলেও শীর্ষে রয়েছে কোহলির দল।
ম্যাচ বাঁচাতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে হতো পুরো দিন। মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা অবশ্য প্রোটিয়া টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের কোনো প্রতিরোধ গড়ারই সুযোগ দেননি। এক প্রান্তে শামির গতি, আরেক প্রান্তে জাদেজার ঘূর্ণি জাদু; এতেই কুপোকাত ফাফ ডু প্লেসিরা। মূল ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও নবম উইকেটে দারুণ এক প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেনুরান মুথুসামি ও ড্যান পিয়েট। শেষ পর্যন্ত বিশাখাপত্তনমে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ১৯১ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ২০৩ রানের বড় ব্যবধানে জিতেই সিরিজে এগিয়ে গেলেন বিরাট কোহলিরা।
গতকাল দিনের শেষ আধ ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে ডিন এলগারকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আজ প্রথম সেশনেই পড়েছে সাত উইকেট। দিনের দ্বিতীয় ওভারেই ভারতকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। ২৭ তম ওভারে দেখা যায় জাদেজার জাদু। এই ওভারে তিনটি উইকেট নিয়েছেন তিনি।
৭০ রানে নেই দক্ষিণ আফ্রিকার ৮ উইকেট। ম্যাচটা শেষ হয়ে যেতে পারত প্রথম সেশনেই। এরপরই নবম উইকেটে সেনুরান মুথুসামি ও ড্যান পিয়েটের দুর্দান্ত প্রতিরোধ। দুইজন শেষ আধ ঘণ্টায় মাটি কামড়ে থেকেছেন। দ্বিতীয় সেশনেও ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়েছেন মুথুসামি-পিয়েট জুটি। দুইজন মিলে ভারতের বিপক্ষে নবম উইকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের জুটিও গড়েছেন।
এই জুটিতে ভর করে শুধুমাত্র হারের ব্যবধান কমিয়েছে সফরকারী। ২০৩ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। ১৬০ পয়েন্ট নিয়ে ১ নম্বরে থাকা ভারতের পর রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের পয়েন্ট ৬০। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমেই ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০৬,২০১৯)