ওমর ফারুকের দেশত্যাগ বন্ধে বেনাপোলে সতর্কতা
যশোর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী যাতে দেশত্যাগ করতে না পারেন, সেই জন্য বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্ককতা জারি করা হয়েছে।
রোববার বিকেলে সতর্কতার বিষয়টি বেনাপোল ইমিগ্রেশনব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
দেশে ক্যাসিনো জুয়া এবং দুর্নীতিবিরোধী অভিযান চলমান রয়েছে। এতে যুবলীগের প্রভাবশালী কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে ওমর ফারুক চৌধুরীর বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব তলব করেছে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি মহাসীন খান পাঠান জানান, ঢাকা পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে তাদের কাছে মৌখিক নির্দেশনা এসেছে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও ঢাকায় ক্যাসিনো জুয়ায় জড়িতে নেপালের নাগরিক যাতে দেশত্যাগ করতে না পারেন, তার জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
এ ছাড়া প্রতিদিন নতুন নতুন নামের বিষয়ে নির্দেশনা আসছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০৭,২০১৯)