বুয়েটের ভিসির প্রস্তাব প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি (উপাচার্য) অধ্যাপক ড. সাইফুল ইসলামের প্রস্তাবে সাড়া দেননি আন্দোলনরত শিক্ষার্থীরা।
ছাত্ররা ভিসি ভবনের সামনে অবস্থান করছে। ভিসি উপরে থেকে লোক পাঠিয়ে জানিয়েছে ছাত্রদের থেকে ৫/৬ জন পাঠাতে। কিন্তু ছাত্ররা তাতে একমত নয়। তারা চান, ভিসি নিচে আসুক সবার সামনে। দরকারে তারা সারারাত থাকবে ভিসি না নামা পর্যন্ত। আল্টিমেটামের পরও উপাচার্য না আসায় প্রধান গেটসহ সব প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর থেকে ক্যাম্পাসে অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। আবরারের হত্যাকারীদের ফাঁসিসহ আট দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ভিসিকে বিকেল ৫টার মধ্যে ক্যাম্পাসে এসে জবাবদিহিতার দাবি জানিয়েছেন। এর আগেই ভিসি তার অফিসে আসেন। কিন্তু তিনি সকলের সঙ্গে কথা বলতে চাইছেন না।
উল্লেখ্য, রোববার রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরারের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, তাকে পিটিয়ে হত্যার প্রমাণ পাওয়া গেছে। আবরার ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আবরারের বাড়ি কুষ্টিয়ায়। তার বাবা বরকত উল্লাহ একজন এনজিও কর্মী, মা রোকেয়া বেগম কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন। দুই ভাইয়ের মধ্যে আবরার বড়। তার ছোট ভাই ঢাকা কলেজের ছাত্র।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০৮,২০১৯)