দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে গণভবনের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিতে শুরু করে বলে জানা গেছে।

প্রসঙ্গত, আবরার হত্যার প্রতিবাদে গত সোমবার থেকেই উত্তাল হয়ে আছে বুয়েট ক্যাম্পাস। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল হচ্ছে। আবরার হত্যার ঘটনায় রাজনীর চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে যে ১৯ জনকে আসামি করা হয়েছে তার মধ্যে ১৩ জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০৯,২০১৯)