সাকিবকে আরো নামিয়ে দিলেন জাদেজা
দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বহুদিন তিনি ছিলেন টেস্ট অলরাউন্ডার র্যাংকিং এর এক নম্বর এ। মাঝখানে এক নম্বর থেকে নেমে গেলেও পরে তা পুনরুদ্ধার করেন। কিন্তু সবশেষ ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের কাছে আবারো পজিশন হারান তিনি।
তবে এবার তিনি তার দ্বিতীয় স্থানও হারালেন ভারতের রবীন্দ্র জাদেজার কাছে। ক্রিকেটের অভিজাত সংস্করণে তিন এ নেমে এলেন তিনি।
সাউথ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে ৭০ রান ও ৬ উইকেট নিয়ে র্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। তার বর্তমান রেটিং পয়েন্ট ৩৯৮। আর সাকিবের ৩৯৮। শীর্ষে থাকা জেসন হোল্ডারের রেটিং পয়েন্ট ৪২৭।
২০১৮ সালে বড় একটা সময় ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি অনেক ম্যাচ।চলতি বছরে নিউজিল্যান্ড সফরেও পাওয়া যায়নি তাকে। ঘরের মাঠে আফগানিস্তানের সাথে একমাত্র টেস্টে ও ভালো কিছু করতে পারেননি তিনি। তার মাশুল দিতে হয়েছে নিজের স্থান হারিয়ে।
সামনে আরো অনেক টেস্ট রয়েছে সবার চাওয়া সাকিব আল হাসান সেখানে ভালো খেলে ফিরে পাক তার শীর্ষস্থান।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০৯,২০১৯)