ভিসি কথা না বললে সব ভবনে তালা
দ্য রিপোর্ট প্রতিবেদক: শিক্ষার্থীদের সঙ্গে আগামী শুক্রবারের (১১ অক্টোবর) মধ্যে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম কথা না বললে ও তার অবস্থান পরিষ্কার না করলে বুয়েটের সব ভবনে তালা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
দশ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর অবস্থানে যাবেন বলে জানান তারা। উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা না বললে ভর্তি পরীক্ষাসহ বুয়েটের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অন্যদিক, আজ বেলা ১১টার দিকে আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে আটক করেছে ডিবি পুলিশ। ফাহাদকে যে কক্ষে হত্যা করা হয় সেই ২০১১ কক্ষের বাসিন্দা অমিত। এদিকে আবরারের রুমমেট মিজানকেও আটক করা হয়েছে আজ।
ওই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১০ জনকে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১০,২০১৯)