দিরিপোর্ট২৪ ডেস্ক : বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে টপকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারের স্থান দখল করেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতা টেস্টে ব্যাটিং ও বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন অশ্বিন।

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি (১২৪) ও ২ ইনিংস মিলে ৫ উইকেট নেন তিনি। এর মাধ্যমে সাকিবকে পেছনে ফেলেন অশ্বিন।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছেন অশ্বিন। সাকিবের চেয়ে ৪৩ পয়েন্ট বেশি অর্জন করেছেন তিনি। অশ্বিনের পয়েন্ট ৪০৫। ৩৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সাকিব আল হাসান। এ ছাড়া জ্যাক ক্যালিস ৩৩২ (তৃতীয়), স্টুয়ার্ট ব্রড ২৮৮ (চতুর্থ) ও ফিল্যান্ডের সংগ্রহ ২৮৩ (পঞ্চম)।

সম্প্রতি হোম সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করে টেস্টের সেরা অলরাউন্ডের শীর্ষস্থান ধরে রেখেছিলেন সাকিব। কিন্তু কলকাতা টেস্টে আরও ভালো পারফর্ম করে তাকে ছাপিয়ে গেছেন অশ্বিন।

যাই হোক, টেস্টের মতো ওয়ানডেতে দ্বিতীয় স্থানে আছেন সাকিব (৩৮০ পয়েন্ট)। তার আগে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (৩৯৯)।

(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/এএস/নভেম্বর ১০, ২০১৩)