বেঁধে দেওয়া হচ্ছে যুবলীগের বয়সসীমা
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মেলনের আগে গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রলীগের মতো যুবলীগেরও বয়সসীমা নির্ধারণের জন্য সুপারিশ করা হচ্ছে বলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং যুবলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর সম্মতির প্রয়োজন হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন যে, ছাত্রলীগের মতো যুবলীগেরও বয়সসীমা থাকা উচিৎ। সেটা ৫০ থেকে ৫৫ বছরের বেশি হওয়া উচিৎ নয়। বর্তমানে যুবলীগের অধিকাংশ নেতার বয়স ৬০ থেকে ৬৫’র মধ্যে। এ বাস্তবতায় যুবলীগের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা থাকার প্রয়োজন আছে বলে মনে করছেন আওয়ামী লীগের অনেক নেতা। এছাড়াও যুবলীগের গঠনতন্ত্রের বিভিন্ন বিষয় সংশোধন করারও তাগিদ অনুভব করছেন তারা।
সাম্প্রতিক সময়ে যখন বিতর্ক আর সমালোচনা যুবলীগকে ঘিরে ধরেছে তখন এই সংগঠনটির বয়সসীমা নিয়েও প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের প্রেক্ষিতেই এবার যুবলীগের বয়সসীমা বেঁধে দেওয়ার চিন্তা ভাবনা চলছে আওয়ামী লীগে।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৪,২০১৯)