পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভারত: বাণিজ্যমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: ভারত থেকে পুনরায় পেঁয়াজ আমদানির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। দেশটি পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। এর ফলে পেঁয়াজের বাজার শিগগিরই স্থিতিশীল হবে।’
সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় বস্ত্র দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে এই সংক্রান্ত জাতীয় কমিটির সভা শুরুর আগে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা অবৈধভাবে পেঁয়াজের মজুত করলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বাণিজ্য মন্ত্রণালয়।’
প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। এই ঘোষণার পরদিনই সব ধরনের পেঁয়াজ পাইকারি বাজারে ১০৫ টাকা এবং খুচরা বাজারে ১৩০ টাকায় ওঠে।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৪,২০১৯)