দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান। প্রভুদেবা পরিচালিত রাধে: ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ সিনেমায় অভিনয় করবেন। এতে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঘোষণা করেননি নির্মাতারা।

তবে এ নিয়ে জল্পনা থেমে নেই। পিংকভিলা ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার নায়িকা চরিত্রে দিশা পাটানিকে দেখা যাবে। ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে বাঘি-টু অভিনেত্রী। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। শোনা গিয়েছিল, এই সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করবেন আনুশকা শর্মা।

ওয়ান্টেড, দাবাং-থ্রি’র পর প্রভুদেবার সঙ্গে এটি সালমানের তৃতীয় সিনেমা। আগামী ৪ নভেম্বর থেকে মুম্বাইয়ে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এর আগে সালমানের ভারত সিনেমায় অভিনয় করেছেন দিশা পাটানি। চলতি বছর জুনে এটি মুক্তি পায়। আলী আব্বাস জাফর পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেন— ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৬,২০১৯)