ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ মাশরাফিরা
দ্য রিপোর্ট প্রতিবেদক: বেঙ্গালুরু চিন্মাস্বামী স্টেডিয়াম থেকে সড়ক পথে কলকাতা যুব ভারতীর দূরত্ব প্রায় ১৯০০ কিলোমিটার। কাল রাতে এ দুটি জায়গা এক করে ফেলেছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুর এ মাঠে ভারতের বিপক্ষে জিততে শেষ তিন বলে ২ রান দরকার ছিল বাংলাদেশের। অবিশ্বাস্যভাবে সে ম্যাচটা হেরেছিল বাংলাদেশ।
জাতীয় দলের ফুটবলারেরা জিততে জিততে ড্র করায় মোসাদ্দেক তাই স্বপ্নভঙ্গের কষ্ট পেলেও অভিনন্দন জানাতে ভোলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে জামাল ভূঁইয়াদের উল্লাসের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমাদের স্বপ্ন গুলো এভাবেই ভেঙে যায়, হয়তো ২ রানে, নয়তো ২ মিনিটে। অভিনন্দন বাংলাদেশ।’
শুধু মোসাদ্দেক নয়। ভারতের বিপক্ষে জামাল ভুঁইয়াদের অনবদ্য ফুটবল ছুঁয়ে গেছে গোটা ক্রিকেট পাড়ায়। মাশরাফি কিংবা রিয়াদ, মুশফিক কিংবা রুবেল- সবাই অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল দলকে।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘দারুণ খেলেছো তোমরা। শেষ মুহূর্তে গোল হজম করলেও তোমাদের নিয়ে আমরা গর্বিত। আশা হারানো চলবে না, মাথা উঁচু রেখে পরের ম্যাচের দিকে নজর দেই আমরা।’
সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহীমের বার্তা, ‘ছেলেদের জন্য দুর্ভাগ্যই বটে। তবে মাঠের নিবেদন ও পরিশ্রম দেখে আমরা গর্বিত। পরেরবার হবে ইনশাআল্লাহ্। সবসময় সমর্থন থাকবে।’
জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন সামনে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা জানিয়ে লিখেন, ‘বাংলাদেশ ফুটবল দল দারুণ খেলেছে। সামনের ম্যাচে এর চেয়েও ভালো পারফরম্যান্সের প্রত্যাশায়।’
জাতীয় ক্রিকেটার এনামুল হক বিজয়ের ফেসবুক পোস্ট, ‘দূর্ভাগ্যবশত ভারতের বিপক্ষে ম্যাচটা ১-১ গোলে ড্র হয়ে গেলো। অভিনন্দন বাংলাদেশ ফুটবল দলকে, ১-১ ড্রয়ের ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে তারা।’
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৬,২০১৯)