দ্য রিপোর্ট ডেস্ক: আওয়ামী যুবলীগের ৭ম কংগ্রেসের আগে সংগঠনটির শীর্ষ নেতারা আগামী রোববার গণভবনে যাবেন প্রধানমন্ত্রীর নির্দেশনা আনতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠেয় এই বৈঠকে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা কেউ থাকতে পারবে না।

যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ৩৫ সদস্যের একটি তালিকা গণভবনে পাঠিয়েছেন বৈঠকের জন্য। সেখান থেকে কে কে উপস্থিত থাকতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। দেখে নেয়া যাক প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর পাঠানো নেতাদের তালিকা:

চেয়ারম্যান: মো. ওমর ফারুক চৌধুরী
প্রেসিডিয়াম সদস্য: ড. মীজানুর রহমান, শেখ ফজলুর রহমান মারুফ, শেখ শামসুল আবেদীন, চয়ন ইসলাম, ড. আহমদ আল কবির, এডভোকেট সাইদুর রহমান শহিদ, আলতাফ হোসেন বাচ্চু, জাহাঙ্গীর কবির রানা, আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহাবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, এডভোকেট বেলাল হোসাইন, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন, শাহজাহান ভুইয়া মাখন, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, এডভোকেট মোহাহের হোসেন সাজু, ড. মোখলেছুজ্জামান হিরু, নুরুন্নবী চৌধুরী শাওন এম. পি, সৈয়দ মাহামুদুল হক।

সাধারণ সম্পাদক: মো: হারুনুর রশীদ
যুগ্ম সম্পাদকঃ মহিউদ্দিন আহমেদ মহি, মঞ্জুর আলম শাহীন, এডভোকেট মামুন অর রশীদ, সুব্রত পাল, নাসরিন জাহান চৌধুরী শেফালী

সাংগঠনিক সম্পাদকঃ সালাউদ্দিন মাহমুদ জাহিদ, আমির হোসেন গাজী, বদিউল আলম, আলহাজ্ব মোঃ ফজলুল হক আতিক, আবু আহমেদ নাসিম পাভেল, ফারুক হাসান পাভেল, মোঃ এমরান হোসেন খান।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৯,২০১৯)