ভোলা প্রতিনিধি: ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক আইডি হ্যাকড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ অক্টোবর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না।

ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, এ ব্যাপারে ভোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ৯৯৩।

এ বিষয়ে জানতে এসপিকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিপ্লব চন্দ্র বৈদ্যর ফেসবুক মেসেঞ্জারে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগকে কেন্দ্র করে জনতা-পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ ভোলার পুলিশ সুপারের প্রত্যাহার দাবি করে আসছে। সোমবার তারা এ দাবিসহ ৬ দফা দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২২,২০১৯)