ভাইরাল রনবীর-আলিয়ার বিয়ের কার্ড
দ্য রিপোর্ট ডেস্ক: লম্বা সময় ধরে প্রেম করছেন বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাই ভক্তদের কাছে একাটাই প্রশ্ন কবে বিয়ের পিঁড়িতে বসছেন তারা। এসবের মধ্যে এবার ভাইরাল হলো তাদের বিয়ের কার্ড। তাই নিয়েই এখন চলছে জল্পনার-কল্পনা।
ভাইরাল হওয়া রনবীর ও আলিয়ার বিয়ের কার্ডটির প্রথমে লেখা রয়েছে, মিসেস নিতু কাপুর ও মিস্টার ঋষি কাপুর তাদের ছেলে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার (মিসেস সোনি ও মিস্টার মুকেশ ভাটের মেয়ে) বিয়ের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছে। এছাড়া এই নিমন্ত্রণপত্রে তারিখ ২২ জানুয়ারি ২০২০ এবং স্থান উল্লেখ করা হয়েছে যোধপুরের উমাইদ ভবন প্যালেস।
নিমন্ত্রণপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভাইরাল হয়েছে। অনেকেই এই জুটিকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।
তবে আলিয়ার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দ্য কুইন্ট নিশ্চিত করেছে, রণবীর-আলিয়ার বিয়ের এই নিমন্ত্রণপত্রটি ভুয়া। এছাড়া এতে ইংরেজিতে আলিয়ার নামের বানানটি ভুলভাবে লেখা হয়েছে। শুধু তাই নয়, এই অভিনেত্রীর বাবার নামের স্থানে মহেশ ভাটের পরিবর্তে লেখা রয়েছে মুকেশ ভাট। পাশাপাশি আরো কিছু ভুল লক্ষ্য করা গেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২২,২০১৯)