বিসিবির মুনাফার ভাগ চান ক্রিকেটাররা
দ্য রিপোর্ট প্রতিবেদক: অপেক্ষা ছিল সাকিব-তামিমদের কেউ আসবেন সংবাদ মাধ্যমের সামনে। কিন্তু সবাইকে চমকে দিয়ে ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে মাইক্রোফোনের সামনে এলেন তাদের আইনজীবী। বুধবার সন্ধ্যায় আইনজীবীর মাধ্যমে ক্রিকেটাররা জানালেন, তাদের ১৩টি দাবি নিয়ে বোর্ডের কাছে গেছে চিঠি।
নতুন দাবিতে ক্রিকেট ব্যবস্থাপনার স্বচ্ছতা ও ক্রিকেট বোর্ডের মুনাফার একটি অংশের ভাগ চেয়েছেন ক্রিকেটাররা। ব্যরিস্টার মোস্তাফিজুর রহমান তাদের দাবির কথা তুলে ধরেন।
মোস্তাফিজুর জানান, ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে তার সহকারী ব্যারিস্টার আহসান ভূঁইয়া ১৩টি দাবি সম্বলিত চিঠি পাঠিয়েছেন বিসিবিতে। আগের দাবিতে ছিল ১১টি চাওয়া।
বুধবার বিকেলভর ক্রিকেটারদের অপেক্ষায় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ও অন্য বোর্ড পরিচালকরা আছেন মিরপুর কার্যালয়ে। কিন্তু ডাকে সাড়া দিয়ে মিরপুরে বৈঠকে বসেননি সাকিব-তামিমরা। গুলশানের একটি হোটেলে নিজেদের মধ্যে রুদ্ধদ্বার আলোচনা করেন শীর্ষ ক্রিকেটাররা।
সোমবার বিসিবির কাছে ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকে সবধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে আছেন ক্রিকেটাররা।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৩,২০১৯)