প্রধানমন্ত্রী আজারবাইজান যাচ্ছেন আজ
![](https://bangla.thereport24.com/article_images/2019/10/24/pm.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৪ দিনের সরকারি সফরে আজারবাইজান যাচ্ছেন আজ। দেশটির রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের ২ দিনের এ সম্মেলন ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সফর সূচি অনুযায়ী, বিকেলে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ উড়োজাহাজে বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে তাকে হিলটন বাকু হোটেলে নিয়ে যাওয়া হবে। আজারবাইজান সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।
আগামীকাল বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।
অনুষ্ঠানস্থলে আজারবাইজানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং স্পিকার ন্যাম নেতাদের অভ্যর্থনা জানাবেন। অন্য ন্যাম নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
সন্ধ্যায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সংবর্ধনায় অংশ নেবেন শেখ হাসিনা। শনিবার পূর্ণাঙ্গ অধিবেশনসহ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৪,২০১৯)