আবারো ঢাকায় মিশন খুলবে আলজেরিয়া
![](https://bangla.thereport24.com/article_images/2019/10/26/ngrk.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: আলজেরিয়া ঢাকায় তার কূটনৈতিক মিশন পুনরায় চালু করবে বলে জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে দেশটি পুনরায় মিশন খুলতে প্রস্তুত রয়েছে।
কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ কথা বলেন আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেলকাদের বেনসালাহ বাকু।
বৈঠকের পরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করে বলেন, একসময় বাংলাদেশে আলজেরিয়ার কূটনৈতিক মিশন ছিলো। কিন্তু তা বন্ধ হয়ে যায়।
বেনসালাহর উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা ঢাকায় আমাদের মিশনটি পুনরায় খুলবো। আমরা মনে করি, বিভিন্ন ইস্যুতে বিশেষ করে ব্যবসা এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরা একই অবস্থানে রয়েছি এবং আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চাই,’।
বাংলাদেশে মিশন পুনরায় চালুর সিদ্ধান্তে প্রধানমন্ত্রী আলজেরীয় প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৬,২০১৯)