দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন হামলায় নিহত আইএসপ্রধান আবু বকর আল বাগদাদিকে মুসলিম রীতিতে জানাজা শেষে সাগরে ভাসিয়ে দেয়া হয়েছে বলে জানিয়ে যুক্তরাষ্ট্র।

মার্কিন তিন সেনা কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার আবু বকর আল বাগদাদির আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে মার্কিন সেনা। রোববার সেই অভিযানের ভিডিও প্রকাশ করেছে ইরাকি টেলিভিশন।

আইএসের প্রতিষ্ঠাতা ও প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যার উদ্দেশ্যে ইরাকের উত্তরাঞ্চল থেকে আটটি হেলিকপ্টারে করে গভীর রাতে সিরিয়ার উত্তর-পশ্চিমে অভিযান শুরু করেন মার্কিন সেনারা।

এর আগে বাগদাদির অবস্থান সম্পর্কে অবগত হন মার্কিন সেনারা। পরিবারের সদস্যসহ বাগদাদি সিরিয়ার উত্তর-পশ্চিমের যে ভবনে অবস্থান করছিল তা শনাক্ত করে গত কয়েক দিন ধরেই নজরদারিতে রাখা হয়েছিল।

২০১১ সালে পাকিস্তানে অভিযান চালিয়ে সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার দাবি করে ওবামা প্রশাসন। সেই সময়ও তার লাশের হদিস নিয়ে প্রশ্ন ওঠে।

জবাবে লাদেনের মরদেহ সাগরে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছিলেন মার্কিন কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৯,২০১৯)