দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪,৮২০ টি মামলা করা হয়েছে। পাশাপাশি ২০ লাখ ৭৪ হাজার ৭১৮ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে ৪১টি গাড়ি ডাম্পিং ও ৬৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ২০৯টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৬টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৫৩৫টি, বিভিন্ন স্টিকার ব্যবহার করার কারণে ৪টি ও মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
এছাড়া ট্রাফিক আইন অমান্য করার কারণে ১,৪৪৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৩০টি ভিডিও মামলা ও ১০টি সরাসরি মামলা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ৩০,২০১৯)