এক সাকিবের কষ্টে মন খারাপ অন্য শাকিবের
দ্য রিপোর্ট প্রতিবেদক: সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞা জারি হয়েছে। আগামী অন্তত এক বছর কোনো ধরনের ক্রিকেটে দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডারকে। নিষেধাজ্ঞার খবরে স্তম্ভিত বাংলার ক্রিকেটপ্রেমী মানুষ। সোশ্যাল মিডিয়ায় চলছে সাকিব ঝড়! তার এই দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন তারকা নায়ক শাকিব খান।
ঢালিউডের এই সুপারস্টার বলেন, ‘বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবেন না! ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী থাকবেন এটা আশা করি।’
নিষিদ্ধ হওয়ার কারণে এক বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে সাকিবকে। ২০২০ সালের ২৯ অক্টোবরের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। এক বছর পর মাঠে ফিরলেও সাকিবকে আইসিসির নজরে থাকতে হবে আরও এক বছর।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ৩০,২০১৯)