পাকিস্তানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬২

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় রহিম ইয়ার খান শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
ট্রেনের ভেতর চুলা জ্বালিয়ে রান্নার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এরপর খুব দ্রুতই পুরো ট্রেনে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন থেকে বাঁচতে অনেকেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অনেকেই হতাহত হন। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ৩১,২০১৯)