আইপিএলে নতুন নিয়ম: পাওয়ার প্লেয়ার
দ্য রিপোর্ট ডেস্ক: ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই লিগে খেলতে প্রতি বছর বড় বড় তারকারা অধীর আগ্রহে বসে থাকে। যা এই টুর্নামেন্টকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। ২০২০ সালে ভারতে বসতে যাচ্ছে আইপিএলের এয়োদশ আসর। এই আসরে নতুন একটি নিয়ম সংযোজন করতে যাচ্ছে তারা। আর সেটি হলো পাওয়ার প্লেয়ার।
ক্রিকেট ভক্তরা পাওয়ার প্লে কথাটির সঙ্গে পরিচিত হলেও পাওয়ার প্লে বিষয়ে ধারণা নেই কারো। ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুসারে জানা গেছে, পাওয়ার প্লেয়ারের নিয়ম অনুযায়ি কোনও একজন ক্রিকেটার আউট হওয়ার পর কিংবা কোনও একটা ওভার শেষ হওয়ার পর যে কোনও দলই সেই মুহূর্তে রিজার্ভ থেকে যে কোনও একজন ক্রিকেটারকে খেলাতে পারবেন ৷
যদি কোনও ওভারে ৬ রান বাঁচাতে হয় আর ডাগআউটে একজন বোলার থাকেন তাহলে সেই ক্রিকেটারকে ডেকে নিতে পারবেন অধিনায়ক ৷ তা সে ক্রিকেটার প্রথম একাদশে থাকুন বা না থাকুন। ফলে ১১ থেকে ১৫ জন ক্রিকেটারের তালিকা বেছে নিতে হবে ৷ আর ৪ জন থাকবেন রিজার্ভে ৷ দলের অধিনায়ক প্রয়োজন মতো বেছে নেবেন ৷
প্রস্তাবিত এই ধারণা নিয়ে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ইতোমধ্যেই নতুন এই নিয়ম ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনুমোদন পেয়ে গেছে। তবে আইপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে ৫ নভেম্বর মুম্বাইয়ে এটি নিয়ে নতুন করে আলোচনা হবে।
বিসিসিআইয়ের ওই কর্তা বলেন, ‘আমরা এমন একটি দৃশ্যপট তৈরি করতে চাচ্ছি, যাতে দলগুলো একাদশের নাম জানাবে না। তারা ১৫ জনের নাম দেবে এবং একজন খেলোয়াড় উইকেট পড়লে কিংবা ওভারের শেষে যে কোনো সময় বিকল্প হিসেবে মাঠে নামতে পারবে। আমরা আইপিএলে এটা চালু করব। তার আগে আসন্ন মুশতাক আলী ট্রফিতে চেষ্টা করব।’
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৫,২০১৯)