‘বিরোধী নেত্রীকে নজরবন্দি রাখার অভিযোগ ভিত্তিহীন’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিরোধীদলীয় নেত্রীকে নজরবন্দি রাখার অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর। রবিবার রাজধানীর মতিঝিলে ফারমার্স ব্যাংকের মতিঝিল শাখা উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তার খাতিরে বিরোধীদলীয় নেত্রীর বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
বিরোধীদলের পাঁচ শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ‘তারা হরতাল দিয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করবে। আর এতে গ্রেফতার হয় সাধারণ কর্মীরা। এর দায় কেন্দ্রীয় নেতারা এড়াতে পারে না।’
এ কারণে সংলাপের পরিবেশ নষ্ট হবে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি না এতে করে সংলাপের পরিবেশ নষ্ট হবে। এতে বরং বিরোধী দল জ্বালাও পোড়াওর পথ পরিহার করে সংলাপে আগ্রহী হবে।’
(দিরিপোর্ট২৪/এএইচ/এমসি/নভেম্বর ১০/)