আমিনুল-আফিফদের প্রশংসায় পঞ্চমুখ চাহাল
দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ দলের দুই তরুণ ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব এবং আফিফ হোসেনের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল।
ভারতীয় ক্রিকেট দলের এ লেগ স্পিনার বলেন, আমি মনে করি তারা সত্যিই বেশ ভালো বল করেছে। শেখর ধাওয়ান ও রিশভ প্যান্টের ব্যাটিংয়ের সময় আমিনুল-আফিফরা দারুণ বোলিং করেছে।
ভারতীয় এ তারকা স্পিনার আরও বলেন, দিল্লি ম্যাচে মাহমুদউল্লাহ দুইজন অফ স্পিনার খেলিয়েছেন। এটা ভালো সিদ্ধান্ত ছিল।
ভারতের হয়ে ৫০টি ওয়ানডে আর ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩২ উইকেট শিকার করা ২৯ বছর বয়সী এ ক্রিকেটার আরও বলেন, আমরাও ভালো বোলিং করেছি। শেষদিকে গিয়ে হেরে যাওয়া মানে এই নয় আমরা বাজে খেলেছি। দুই দলের স্পিনাররাই ম্যাচে ভালো করেছে।
গত রোববার নয়াদিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ৭ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের বিপক্ষে টাইগারদের এটাই প্রথম জয়।
এই জয়ের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম। তার ৪৩ বলের অপরাজিত ৬০ রানে ভারতের মাঠে ঐতিহাসিক জয় পায় টাইগাররা। আগামী ৭ নভেম্বর রাজকোটে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৬,২০১৯)