পুরনো কর্মস্থলে খোকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ঢাকার অবিভক্ত মেয়র সাদেক হোসেন খোকার তৃতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয়েছে তার পুরনো কর্মস্থল নগর ভবনে (ডিএসএসসি ভবন)। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে তাকে।
এর আগে আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে দুপুর ২টার তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। আজ বেলা ১টা নাগাদ খোকার মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এর আগে, বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোকার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সব শেষে পুরান ঢাকার গোপীবাগে নিজ বাসা হয়ে ধূপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে খোকাকে দাফন করা হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৭,২০১৯)